ফেব্রুয়ারিতে করোনার টিকা পাচ্ছেন ক্রিকেটাররা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

ফেব্রুয়ারিতে করোনার টিকা পাচ্ছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি মাসের মধ্যেই ক্রিকেটারদের করোনাভাইরাসের টিকা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারিভাবে ভারত থেকে আনা টিকা ক্রিকেটারদের জন্য বরাদ্দ না করা গেলে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য আলাদা করে তা কিনবে বিসিবি।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে পাপন বলেন, ‘ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা আসছে দেশে। এটা ভারত সরকারের অনুদান। পাশাপাশি আমাদের সরকারও ৫০ লাখ ডোজ কিনছে। আমরা এতটুকু জানি, সরকার যে ৫০ লাখ ডোজ কিনছে, ওখান থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে।’

তিনি যোগ করেন, আমি শুনেছি– সরকারের একটা পরিকল্পনা আছে এ ব্যাপারে। এদিকে বেসরকারিভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টিকা আসবে। এখন যদি সরকার তার আগে টিকা আনে, তবে ক্রিকেটারদের না পাওয়ার কোনো কারণ নেই। আর বেসরকারিভাবে আগে এলে প্রথম অগ্রাধিকার পাবে ক্রিকেটাররা। আমাদের প্রথম প্রায়োরিটি ক্রিকেটে যারা আছে, তারা অবশ্যই পাবে তখন।’

এর পর বিসিবি সভাপতি বলেন, যদি ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের টিকা দেওয়া সম্ভব হয়, তা হলে এপ্রিলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা থাকবে।

প্রসঙ্গত বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ