সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী জাওয়াদ ইসলাম অর্ণবকে (২৫) গ্রেফতার করেছে। সে মোগলাবাজার থানাধীন গঙ্গানগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে মোগলাবাজার থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এরআগে রবিবার (২৪ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে ওসি শামসুদ্দোহা পিপিএম, এসআই শিপু কুমার দাশ, এএসআই ওবায়দুল্লাহ শেখ এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত অর্ণবের বিরুদ্ধে কোতোয়ালি, জালালাবাদ ও মোগলাবাজার থানায় ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালি থানায় ৫টি, জালালাবাদ থানায় ১টি ও মোগলাবাজার থানায় আরও ১টি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি