সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: ৬ মাসের জন্য সিলেটের আরও ২ পাথর কোয়ারি খুলে দেয়া হয়েছে। কোয়ারিগুলো হচ্ছে জাফলং ইসিএ বহির্ভূত পিয়াইন এলাকাও বিছনাকান্দি। ভোলাগঞ্জের মতো এ দুই কোয়ারি থেকেও আগামী ছয় মাস সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা যাবে।
পাথর উত্তোলন স্থগিতাদেশের বিপক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোয়ারি দুটি খুলে দেয়ার আদেশ দেন।
আদালতে রিটকারিদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিব-উন-নবী। বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ জানুয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারি থেকেও পাথর উত্তোলনের রায় দিয়েছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
২০১৬ সালের সেপ্টেম্বরে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছানাকান্দি ও লোভাছড়া থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (পবা) একটি রিটের পর সিলেটের পাথর কোয়ারিগুলোতে যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।
এরপর থেকেই সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করছিলেন পাথর ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি