সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, গত ২৩ জানুয়ারি শনিবার দৈনিক আমাদের সময়ে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের সকল ব্যাংকের সব পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক, নিচের দু’পদের কর্মকর্তাদের সব ধরনের আয় ও সম্পদের তথ্য নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
এই উদ্যোগের প্রতি অত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন দেশবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগে বহু আগেই নেয়ার দরকার ছিলো। এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর দেখতে চায় দেশবাসী।
সচেতন মহল মনে করেন, দুর্নীতি ও উন্নয়ন এক সাথে চলতে পারে না। ছোট লোকের দুর্নীতি পাপ, বড় লোকের দুর্নীতি মাফ! আর এটা চলতে দেয়া যায় না।
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিব শতবর্ষে ৯ লক্ষ গৃহহীন, ভূমিহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের অংশ হিসেবে ১ম ধাপে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করেন। যা ইতিমধ্যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মুজিব বর্ষে এর চেয়ে আর বড় উৎসব হতে পারেনা- প্রধানমন্ত্রীর এই বক্তব্য যথার্থ।
এই মুজিব বর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর অনুসরণে দেশের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তি হিসাব দাখিলের নির্দেশনা দেয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন নেতৃবৃন্দ। এই নির্দেশনা জারির মধ্য দিয়ে বাংলাদেশ বিশে^র দরবারে এক অন্যতম জবাবদিহি মূলক রাষ্ট্রে পরিণত হোক এটাই দেশবাসীর কামনা। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি