সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
অনলাইন ডেস্ক:: ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন ইনভার্সিটির স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোস্যাল সাইন্স ডিন প্রফেসর ড. সুরেশরঞ্জন বসাক।
আজ সোমবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেন।
এ বছর ১০ বিভাগে ১০ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।
প্রফেসর ড. সুরেশরঞ্জন বসাককে অনুবাদে নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন ইনভার্সিটির প্রফেসর ড. সুরেশরঞ্জন বসাক বলেন ,বাংলা একাডেমি পুরষ্কার যে কোনো বিবেচনায় সন্মানীয় পুরষ্কার। দেরীতে হলেও এ প্রাপ্তি আমাকে আরো অনুপ্রাণিত করবে। বস্তুতঃ কোনো পুরষ্কারের আশা না করেই বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কাজগুলোকে, বিশেষ করে বিশ্বকবিতাকে, বাঙ্গালি পাঠকদের সামনে নিষ্ঠার সাথে কয়েক দশক ধরে তুলে ধরেছি। অবশেষে এ স্বীকৃতিতে আনন্দ তো স্বাভাবিকভাবে থাকবে।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি