সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
অনলাইন ডেস্ক
নিজের ঘরের মাঠে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ক হওয়ার পর হাসছে তামিম ইকবালের ব্যাট। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রামেও দেখা গেল তার ব্যাটিং ঝলক। নিজের চেনা পরিবেশ। তা কাজে লাগিয়ে তুলে নিলেন আরেকটি ওয়ানডে হাফ সেঞ্চুরি।
এ নিয়ে ৪৯ ওয়ানডে হাফ সেঞ্চুরির মালিক হলেন টাইগার ওয়ানডে অধিনায়ক। তার চেয়ে বেশি হাফ সেঞ্চুরি নেই বাংলাদেশি আর কোনো ব্যাটসম্যানের।
সোমবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮০ বলে ৬৪ রান করেন তামিম। লিটন দ্রুত আউট হয়ে যাওয়ার পর তিনে নামা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ককে। সাকিবকে নিয়ে এগোচ্ছিলেন ভালোভাবে। তৃতীয় উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ৯৩ রান। আলজারি জোসেফের বলে আকিলের তালুবন্দি হলে থামে তামিমের ইনিংস। তামিমের ৬৪ রানের ইনিংস সাজানো ছিল তিনটি চার ও এক ছক্কায়।
প্রথম ম্যাচে (৪৪) হাফ সেঞ্চুরি মিস করা তামিম আক্ষেপ ঘুচিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে। ৫০ রানে ওই ম্যাচে থেমেছিল তার ব্যাট। তৃতীয় ম্যাচে আরেকটু বাড়ল ইনিংসের দৈর্ঘ্য।
সোমবার মাঠে নামার আগে তামিমের জন্য অপেক্ষা করছিল আরেকটি মাইলফলক গড়ার সুযোগ। মাত্র তিন রান করলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০০ রান করার কীর্তির হাতছানি ছিল তার সামনে। সেটি সারলেন ভালোভাবেই। তৃতীয় ওভারে আলজারি জোসেফের বলে খোঁচা দিয়ে পৌঁছে যান ৫০০ রানে। এই ভেন্যুতে নিজের ১৫তম ম্যাচে ৫০০ রানের কীর্তি গড়লেন তামিম।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি