তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও একজন গ্রেফতার

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আরও এক আসামী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি ঘাগটিয়া গ্রামের আলামত আলীর ছেলে রইস উদ্দিন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মানিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস। এই ঘটনায় এ নিয়ে মোট ৫জনকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রসঙ্গত,গত সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু-পাথরখেকো চক্র সাংবাদিক কামাল হোসেনকে হামলা করে ঘাগটিয়াবাজারে জনসম্মূখে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ