আফ্রিদিদের বিদায় করে ফাইনালের পথে গেইলরা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

আফ্রিদিদের বিদায় করে ফাইনালের পথে গেইলরা

ক্রীড়া ডেস্ক

হারলে বিদায়, জিতলে ফাইনালে ওঠার আরও একটি সুযোগ থাকছে। এমন কঠিন সমীকরণের গুরুত্বর্পূণ ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি শহীদ আফ্রিদিদের কালান্দার্স।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় কালান্দার্স। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রানের বেশি করতে পারেনি সোহেল খানের নেতৃত্বাধীন কালান্দার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন শহীদ আফ্রিদি। এছাড়া ১৭ রান করেন অধিনায়ক সোহেল খান।

সহজ টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ১০ ওভারের ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে টিম আবুধাবি। এ জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ক্রিস গেইলরা।

শনিবার রাতে নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টিম আবুধাবি। সেই ম্যাচে যারা জিতবে তারা রোববার ফাইনালে দিল্লি বুলসের মোকাবেলা করবে। এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নর্দান ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দিল্লি বুলস।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ