আইপিএল নিলামে কোন দল কতজন নিতে পারবে

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

আইপিএল নিলামে কোন দল কতজন নিতে পারবে

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। চেন্নাইয়ের একটি হোটেলে বিকাল ৩টায় শুরু হবে প্লেয়ার বেচাকেনার আসর।

অংশগ্রহণকারী দলের বাজেট ও নিলামে কতজন নিতে পারবে

চেন্নাই সুপার কিংস
মোট প্লেয়ার-১৯
বিদেশি-৭
নিলামে নিতে পারবে-৬
বিদেশি ১ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৬ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৯ কোটি ৯০ লাখ খরচ করতে পারবে ধোনির নেতৃত্বাধীন দলটি।

দিল্লি ক্যাপিটালস
মোট প্লেয়ার-১৭
বিদেশি-৫
নিলামে নিতে পারবে-৮
বিদেশি ৩ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৮ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৩ কোটি ৪ লাখ খরচ করতে পারবে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি।

পাঞ্জাব কিংস
মোট প্লেয়ার-১৬
বিদেশি-৩
নিলামে নিতে পারবে-৯
বিদেশি ৫ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৯ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ৫৩ লাখ খরচ করতে পারবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি।

কলকাতা নাইট রাইডার্স
মোট প্লেয়ার-১৭
বিদেশি-৬
নিলামে নিতে পারবে-৮
বিদেশি ২ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৮ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১০ কোটি ৭৫ লাখ খরচ করতে পারবে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

মুম্বাই ইন্ডিয়ান্স
মোট প্লেয়ার-১৮
বিদেশি-৪
নিলামে নিতে পারবে-৭
বিদেশি ৪ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৭ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৫ কোটি ৩৩ লাখ খরচ করতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

রাজস্থান রয়েলস
মোট প্লেয়ার-১৬
বিদেশি-৫
নিলামে নিতে পারবে-৯
বিদেশি ৩ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৯ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৫ কোটি ৩৩ লাখ খরচ করতে পারবে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মোট প্লেয়ার-১৪
বিদেশি-৫
নিলামে নিতে পারবে-১৪
বিদেশি ৩ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ১৪ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ৩৩ কোটি ৪০ লাখ খরচ করতে পারবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

সানরাইজার্স হায়দরাবাদ
মোট প্লেয়ার-২২
বিদেশি-৭
নিলামে নিতে পারবে-৩
বিদেশি ১ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৩ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১০ কোটি ৭৫ লাখ খরচ করতে পারবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ