সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
শাবি সংবাদদাতাঃ আবাসিক হল বন্ধ থাকা অবস্থায় পরীক্ষার রুটিন চাপিয়ে দেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা হতে তারা প্রথমে বিশ্ববিদ্যালয়েরর গোলচত্বরে অবস্থান নেয়। পরে পোস্টার হাতে উপাচার্যের বাসভবনের সামনে মিছিল নিয়ে যায় তারা। এসময় হল খোলার দাবিতে বিভিন্ন শ্লোগানে মিছিল করে শিক্ষার্থীরা। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্লোগান ধরে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্যের বাস ভবনের গেইটের বাইরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার সময় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টোর আবু হেনা পহীল এসে উপস্থিত হলে শিক্ষার্থীরা উশৃঙ্খল আচরণ করতে শুরু করে। এসময় প্রক্টোর কে কোনো কথা ভাল মতে বুঝতে না দিয়ে ও আলোচনা না করে উগ্র শ্লোগান ধরে শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা প্রক্টোরের কাছে হল খোলার দাবি জানায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় প্রক্টোর আবু হেনা পহিল এক ঘন্টা পর জানাবে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি