সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
সেলিম মাহবুব,ছাতক :: ছাতক সিমেন্ট কোম্পানিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে আবারো উৎপাদন শুরু হয়েছে। কিলন বিকল, চুনাপাথর সংকট ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কারণে বিসিআইসি’র এ শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ ছিলো ১৫ দিন। কোম্পানির একটিমাত্র কিলন বিকলের কারণে কোম্পানিতে উৎপাদন প্রথমে বন্ধ হয়ে পড়ে৷
অন্যদিকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গত সোমবার বকেয়া ৩১ কোটি টাকা গ্যাস বিলের কারণে সিমেন্ট কোম্পানির বাণিজ্যিক ও আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএফএম আব্দুল বারী জানান, চুনাপাথর সংকটের কারণে কোম্পানিতে উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।
এদিকে কোম্পানিতে স্থায়ীভাবে উৎপাদন বন্ধ হওয়ার আশংকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছিলো। জালালাবাদ গ্যাস সূত্র থেকে জানা যায় একাধিকবার গ্যাস বিল পরিশোধের জন্য নোটিশ দেয়ার পরও সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে কোম্পানির কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রায় ৩১ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় গত সোমবার বিসিআইসি’র এ প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আংশিক গ্যাস বিল পরিশোধ করায় সংযোগ বিচ্ছিন্নের দু’দিন পর কোম্পানির আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেয়া হয়েছে বলে জানান, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক (এমআইএস) শফিউল আলম সরকার।
ছাতক সিমেন্ট কোম্পানির জিএম (উৎপাদন) অমল কৃষ্ণ বিশ্বাস জানান, বিচ্ছিন্ন গ্যাস লাইনে সংযোগ দেয়া হয়েছে। কিলন ও পাম্পের জটিলতা কাটিয়ে সোমবার থেকে কোম্পানিতে আবারো উৎপাদন শুরু করা হয়েছে। তবে চুনাপাথরের সংকট এখনো কাটে নি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি