সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি সেতুর তিনটি পাটাতন খুলে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে যান চলাচল বন্ধের প্রায় ৫ ঘণ্টার পর স্বাভাবিক হলো চলাচল। সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হলে সড়ক ও জনপথ বিভাগের মেরামতকারী দল ঘটনাস্থলে এসে খুলে যাওয়া পাটাতন মেরামত করে প্রায় ৫ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিটে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নীছড়ার ওপরের স্টিল বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কোনো ভারী যানবাহন পারাপারের সময় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে যায়। গত এক বছর আগেও এই বেইলি ব্রিজের দুটি পাটাতন খুলে যায়। সেটি সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এলাকাবাসীর দাবি, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই ব্রিজ নির্মাণ করতে হবে। ঘটনার পর থেকে শমসেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে বেইলি ব্রিজের খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন যান চলাচল স্বাভাবিক করেছে’।
তিনি আরও জানান, এ বেইলি সেতুসহ এ সড়কে আরেকটি সেতুর টেন্ডার প্রক্রিয়াধীন। খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি