সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
অনলাইন ডেস্ক :: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ১৯৩৩) এর ১০ম জেলা সম্মেলন সফলের লক্ষ্যে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে লাল পতাকা মিছিল বের হয়।
মিছিলটি জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, ধোপাদিঘীর পাড় হয়ে বন্দর বাজার সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো আনছার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমান আলী, দক্ষিন সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. রাশেদ আহমদ ভূইয়া, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া, তালতলা সুরমা মার্কেট কাজির বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. জুয়েল আহমদ, কদমতলী আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফয়েজ খাঁন, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো সুনু মিয়া (সাগর), বাবনা আঞ্চলিক কমিটির সম্পাদক আব্দুল মোমিন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা, আগামী ২৪ ফেব্রুয়ারি ১০ম জেলা সম্মেলন সফল এবং শ্রেনী সচেতন সংগ্রামী নেতৃত্ব প্রতিষ্ঠার সম্মেলনে সর্বাত্মকভাবে ভূমিকা রাখার আহবান জানান।
সম্মেলন উদ্বোধন করবেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা তফাজ্জল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি