সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের (বিএইচআরজেসি) কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ফয়সল আহমদ বাবলুকে সভাপতি, আহমাদ সেলিমকে সাধারণ সম্পাদক ও ইউসুফ আলীকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রবিকিরণ সিংহ রাজেশ, সহ-সাধারণ সম্পাদক কাউয়ুম উল্লাস, প্রকল্প বাস্তবায়ন সম্পাদক আজমল খান, নির্বাহী সদস্য- মুকিত রহমানী, সাদিকুর রহমান সাকী, মীর্জা সোহেল, অমিতা সিনহা, সোহেল আহমদ পাপ্পু।
এর আগে ফয়সল আহমদ বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এছাড়া আগামী এপ্রিলে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্তও হয়। সেইসঙ্গে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগ্রাম সিংহ, মুকিত রহমানী, আনন্দ সরকার, এ এইচ আরিফ, এটিএম তুরাব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি