সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
অনলাইন ডেস্ক
মুজিববর্ষ উপলক্ষে ফেঞ্চুগঞ্জে জমে উঠেছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি (এমএসসি) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট। ক্রীড়াপ্রেমী দর্শকদের কাছে এ ক্রিকেট টুর্নামেন্টটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিটি খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটছে। নকআউট পদ্ধতিতে প্রথম রাউন্ড শেষে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সবুজ সংঘ বনাম রয়েল সংঘ।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি (এমএসসি) স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ বলেন, গত ১২ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ সার কারখানার খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। আমরা টুর্নামেন্টকে আরো জাঁকজমকপূর্ণ করেছি। এটা প্রতিটি দলকে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে আরো উৎসাহিত করবে। টুর্নামেন্টের পরবর্তী পর্বগুলোতে থাকবে আরো নতুন কিছু চমক। এছাড়াও বিভিন্ন দলের হয়ে টুর্নামেন্টে খেলছেন জাতীয় দলের খেলোয়াড়রা।
প্রতিদিন খেলা দেখতে আসা রায়হান আহমদ বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এই টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে আসায় কিশোররা তাদের খেলা দেখে আনন্দ উপভোগ করছেন। তাই এরকম টুর্নামেন্ট মাঝেমধ্যেই আয়োজনের দাবি জানান তিনি।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য জালাল আহমদ বলেন, ফেঞ্চুগঞ্জে ক্রিকেটের ব্যাপকতা বাড়াতেই এমন আয়োজন। তাছাড়া খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায় এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমে বিনোদনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করবেন তরুণ প্রজন্ম।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি