ঘুষ গ্রহণ, মাধবপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

ঘুষ গ্রহণ, মাধবপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মাধবপুর প্রতিনধি
অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নােয়াপাড়া ভূমি অফিসের ইউনিয়ন সহকারী (ভূমি) দেবী প্রসাদ কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসক মােহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশে জারি করেন।

সূত্র জানাযায়, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেবী প্রসাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। প্রতিনিয়ত ভােগান্তির শিকার হয়ে আসাছিলেন সাধারণ মানুষ । এমকি অফিসের টেবিলে বসে প্রতিদিন প্রকাশ্যে ঘুষ নিয়ে থাকতেন তিনি । ঘুষ না দিলে ফাইল পড়ে থাকতো দেবী প্রসাদের টেবিলেই।
ভূমি অফিসে আসা সেবাগৃহীতারা দেবী প্রসাদের অনিয়মের প্রতিবাদ করলেই ওই ভূমি কর্মকর্তা একটি প্রভাবশালী দালাল চক্রকে লেলিয়ে দিতেন প্রতিবাদকারীদের পেছনে ।

গোপনে রেকড করা ২ মিনিট ৫৮ সেকেন্ড এর একটি ভিডিও ফুটেজে দেখা গেছে জমির খাজনা দিতে আসা এক ব্যক্তির কাছে তিনি খাজনা বাবদ ২০ হাজার টাকা দাবি করেন । যার মধ্যে তিনি গ্রাহককে ১০ হাজার ৬ শ ‘ টাকার রশিদ প্রদান করবেন । অবশিষ্ট টাকা ঘুষ হিসাবে যাবে তার পকেটে । কিন্তু ভুক্তভােগী ঘুষ বাদ অতিরিক্ত ৯ হাজার ৪ শ ‘ টাকা দিতে আপত্তি জানালে তহশিলদার দেবী প্রসাদ কর তাকে খাজনার রশিদ না দিয়েই ফিরিয়ে দেন। নিরূপায় হয়ে ওই গ্রাহকও ফিরে যান বাড়িতে ।

দেবী প্রসাদের বিরুদ্ধে বাধন নামে এক ভুক্তভােগী অভিযােগ করে বলেন , জমির খাজনা বাবদ ৫ হাজার টাকা নিলেও রশিদ দেন মাত্র ২ হাজার টাকার এবং অডিট বাবদ দাবি করেন বাকি টাকা ।

ওই ভূমি অফিসে সেবা নিতে আসা আরেক ভুক্তভােগী জানান , নাম খারিজের জন্য ওই ভূমি কর্মকর্তার কাছে গেলে তিনি ঘুষ না দেয়ায় তার ফাইল আটকে রাখেন দীর্ঘদিন ।

এছাড়াও নামজারি ও অন্যান্য প্রয়োজনে আসা ব্যাক্তিরা ঘুষ ছাড়া ফাইল না নড়ার অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত দেবী প্রসাদকে ফোন করলে তিনি ঘুষ গ্রহণের কথা অস্বীকার করলেও বরখাস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেন।

আর হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ