করোনায় সিলেটে ১৮ জন শনাক্ত

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

করোনায় সিলেটে ১৮ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১০ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৭ জন।

এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৬২৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৩ জন, হবিগঞ্জে ১৬৮২ জন এবং মৌলভীবাজারের ১৯০৮ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৯৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৭, হবিগঞ্জে ২ হাজার ৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৯ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

সোমবার (৮ মার্চ) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ