সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কাকাইলছেও ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় সিরাজ মিয়া (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাকাইলছেও ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্ধা।
সোমবার দুপুরে স্থানীয় লোকদের নিকট থেকে খবর পেয়ে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্হানীয় সুত্রে জানা যায় মৃত সিরাজ মিয়া স্হানীয় একটি ফিসারীতে পাহারাদার হিসেবে কাজ করতেন।
গত ২৮ জুন রবিবার সকালে তিনি দুপুরের খাবার নিয়ে বাড়ি থেকে বের হন ৷ রাতেও তিনি বাড়িতে না ফেরায় সকালে তাঁর স্ত্রী নাতীকে নিয়ে খুজতে বের হলে ঐ পুকুরের পাড়ে সিরাজ মিয়ার মৃত দেহ পরে থাকতে দেখেন তারা ৷
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু হানিফ বলেন, সিরাজ মিয়া স্থানীয় এক ব্যক্তির ফিশারীতে কাজ করতেন। রোববার সকালে নাস্তা সেরে দুপুরের খাবার নিয়ে ফিসারীতে কাজ করতে গিয়ে আর ফিরে না আসায় স্বজনরা তার খোঁজে বের হয়ে ফিসারীতেই তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও জানান, মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি