মৌলভীবাজারকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চান- পুলিশ সুপার

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

মৌলভীবাজারকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চান- পুলিশ সুপার

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চান জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন এই বছর আমরা প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছি। এটি গত বছরের তুলনায় প্রায় ছয়গুণ বেশী। চলতি বছর জেলায় প্রায় ৭শ’ মাদক মামলা করেছে পুলিশ। জনগণের সহায়তা পেলে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ এর মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে কমিউনিটি পুলিশিং ডে-’২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন।
তিনি আরোও বলেন, মৌলভীবাজার জেলার কয়েকটি ইউনিয়নে ইতিমধ্যে পুলিশি সেবাকে সহজতর করতে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ চালু করা হয়েছে। ধাপে ধাপে আমরা প্রতিটি ইউনিয়নে এ ধরণের মোবাইল যান চালু করবো। যানটি ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে, মানুষের অভিযোগ শুনে সেবা প্রদান করবে।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমদ, মৌলভীবাজার পৌর মেয়র মো: ফজলুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ