সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ননদের বাড়িতে এসে রান্না ঘরের তিরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দিপা।
রোববার (১৩ জুন) ভোরে শমশেরনগর গোবিন্দপুর মঈনুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী দীপা চৌধুরী (২৮) মুন্সি বাজার ইউনিয়নের বিক্রমকল গ্রামের সাইফুল ইসলাম এর স্ত্রী।
জানা যায়, মুন্সি বাজারের বিক্রমকল গ্রামের সাইফুল ইসলাম এর বাড়ি। দীপা চৌধুরী আগে আরো একটি বিয়ে হয়। সেই সংসারে ১৪ বছরের ছেলে আছে। দিপা চৌধুরী বেশ কিছু দিন লন্ডন প্রবাসী ছিলেন। পরে প্রথম স্বামী সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।
দিপা চৌধুরী বোন মৌমিতা বলেন, দ্বিতীয় স্বামীর সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে কোর্টের মাধ্যমে বিয়ে হয়। পরে মেয়ের পরিবার তাদের আনুষ্ঠানিক ভাবে মেনে নেয়। কিছুদিন পর শুরু হয় তাদের পারিবারিক দ্বন্দ্ব।
মৌমিতা বলেন, সাইফুল ইসলাম পরকিয়া লিপ্ত ছিলেন আমার বোন আত্নহত্যা করতে পারেনা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের সহযোগিতা চাই।
এদিকে সাইফুল ইসলাম এর বোন সেফি বেগম বলেন, রমজানের আগে আমার বাড়িতে আসেন তিনি। মোটরসাইকেল এক্সিডেন্ট করার কারণে স্ত্রীর দীপা চৌধুরী কে নিয়ের আমার বাড়িতে বসবাস করে। দিপা চৌধুরী আমার পাশে ঘুমাতো রবিবার সকাল ভোরে উঠে তার লাশ দেখতে পাই। শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুক আলি পুলিশ ফাড়ঁতে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শমশেরনগর পুলিশ ফাড়ি এস আই শাহ আলম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশের সুরাতহাল তৈরি করেছি। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি