পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেটে করোনা চিকিৎসায় আসছে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানেলা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেটে করোনা চিকিৎসায় আসছে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানেলা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সিলেট ১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় ৪টি হাই-ফ্লো নজেল ক্যানেলা আসছে। ইতোমধ্যে সিলেটে দুইটি এসে পৌঁছেছে।

এ মাসের শেষের দিকে এসে আরও দুইটি পৌঁছবে বলে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। অতি গুরুত্বপূর্ণ এই মেশিন দিয়ে আশংকাজনক করোনা রোগীর চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

গত ২৯ জুন আমাদের বন্ধু রাষ্ট্র চীন থেকে করোনা চিকিৎসায় অত্যাবশ্যকীয় এই যন্ত্র গুলো এসেছে। এগুলো পেতে রাষ্ট্রীয়ভাবে অনেক লবিং করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এতে খেটেছে।

পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হিসাবে তাঁর মন্ত্রণালয়ের মহাপরিচালক এম বোরহান উদ্দিন করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশকে চীনের দেয়া চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেছেন।

এসব সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার সলিউশন-এ, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার সলিউশন-বি এবং ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার শেলফ।

এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে সিলেট ৪টি মেশিন পাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ