সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
অনলাইন ডেস্ক
“মধু মাসে ফল উৎসবে, নতুনত্বে জাগি আমরা সবে” এই শ্লোগান কে সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত জাতের ফলমূল নিয়ে রবিবার সকালে ব্যতিক্রমী আয়োজন করে সিলেট উইমেন্স মডেল কলেজ।
ফল উৎসব-২০২১ উপলক্ষে কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুল হামিদ সজিব ও ইংরেজি বিভাগের প্রভাষক ভারতী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ, রোটারী ইন্টারন্যাশনাল এর ৩২৮২ এর আইপিডিজি লে.কর্ণেল(অব.) এম. আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সীমান্তিক আইডিয়াল ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মিনহাজুল আবেদীন রিয়াদ, ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জে. এম. এইচ. জে. ফেরদৌস এবং ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি ফারুক আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের এ ধরনের ব্যতিক্রমী সহশিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনে ভূমিকা পালন
করবে। আরো বলেন, উইমেন্স মডেল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট বিভাগে নারী শিক্ষা
বিস্তারে সাফল্যের সাথে অবদান রেখে চলেছে, যার ফলে মাত্র কয়েক বছরের ব্যবধানে এ
প্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। বক্ততারা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা কলেজের উত্তরোত্তর
সফলতা কামনা করেন এবং পাশে থেকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নাজমুল আনসারী,স্কলার্সহোম শাহী ঈদগাহএর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীনাক্ষী সাহা, সূর্যোদয় এতিম স্কুলের পরিচালক হাসান তালুকদার, অ্যামবিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী ভানুলাল দাস,
সিলেটের জমিন পত্রিকার নির্বাহী সম্পাদক হুমায়ুন কবীর,আইবিসি নিউজ ২৪.কম এর
সিলেট প্রতিনিধি হাবিবুর রহমান, ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক
পিংকি আক্তারসহ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং উইমেন্স মডেল কলেজের
প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি