সাত বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

সাত বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে সাত বছর পর টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারে জো রুটের নেতৃত্বাধীন দলটি।

সিরিজের প্রথম টেস্ট লর্ডসে ড্র করলেও এজবাস্টনে ব্যাটে-বলে পিছিয়ে যাওয়া ইংলিশরা সাড়ে তিন দিনও লড়াই করতে পারেনি।

প্রথম ইনিংসে ৩০৩ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ম্যাট হেনরি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ১২২ রানেই অলআউট হয়।

রোববার ১২২/৯ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই প্রথম বলে ট্রেন্ট বোল্টের শিকার হন ওলি স্টন। তার বিদায়ের মধ্য দিয়ে অলআউট হয় ইংলিশরা। মাত্র ৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০.৫ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড।

২০১৪ সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড।

দুই ইনিংসে ৬ উইকেট শিকার করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৩০৬ ও ও ২৩৮ রান করে যৌথভাবে সিরিজ সেরা নির্বাচিত হন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও ইংল্যান্ডের ওপেনার রয় বার্নস।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ