বার্সা ছাড়লে জুভেন্টাসে রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন মেসি!

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

বার্সা ছাড়লে জুভেন্টাসে রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন মেসি!

অনলাইন ডেস্ক ::

বার্সা ছাড়ছেন মেসি? ফুটবলবিশ্বে সব কিছুকে ছাপিয়ে এই একটা প্রশ্ন দিন দিন গভীর হচ্ছে।

এর পাশাপাশি যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মাথায় তা হচ্ছে, বার্সা ছেড়ে দিলে কোন ক্লাবে পাড়ি জমাবেন এই আর্জেন্টাইন তারকা?

এমন প্রশ্নের বেলায় বড় ধরনের এক স্বপ্ন দেখছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা রিভালদো।

তিনি জানালেন, বার্সা ছেড়ে দিলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জুভেন্টাসে জুটি বাঁধতে পারেন মেসি।

বেটফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে রিভালদো বলেন, বার্সা ছাড়লে জুভেন্টাসের জার্সি গায়ে দেখা যেতে পারে মেসিকে। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও বিষয়টি উড়িয়ে দেয়ার সম্ভাবনা দেখছি না। অনেক এজেন্ট হয়তো জুভেন্টাসে মেসি-রোনাল্ডো জুটির স্বপ্ন দেখছেন। তেমন কিছু হলে বিশ্ব একটা ঝাঁকুনি খাবে।

অন্যসব ক্লাব ছেড়ে তুরিনের ক্লাবে পা ফেলবেন মেসি! এমন ধারণা কেন হলো রিভালদোর?

সেই ব্যাখ্যায় রিভালদো বলেন, আমার বিশ্বাস মেসিকে কিনতে চাইবে জুভেন্টাস। কারণ তার ওপর বিনিয়োগকৃত টাকা তুলে নিতে জুভেন্টাসের কোনো অসুবিধাই হবে না। গত এক দশক ধরে বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের এক ক্লাবে দেখাটা হবে বিশাল ব্যাপার।’

রিভালদোর আরও যুক্তি, আগামী বছর রোনাল্ডোর বয়স ৩৬ হবে। পর্তুগিজ তারকা তখন হয়তো জুভেন্টাস ছেড়ে নতুন চ্যালেঞ্জের সন্ধানে থাকবেন। বিষয়টি ভাবনায় থাকলে রোনাল্ডোর শুন্যতা পূরণ করতে মেসিকে চাইবে জুভেন্টাস কর্তৃপক্ষ।

এসবই আপাতত সম্ভাবনা বলে জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিভালদো।

তবে এমন সীমা ছাড়ানো স্বপ্নের মধ্যেও মেসি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করতে পারেন বলেন সম্ভাবনা দেখছেন রিভালদো।

কেননা ক্লাবটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে বেশ সুসম্পর্ক রয়েছে মেসির। গার্দিওলা বার্সায় কোচ থাকাকালীন দারুণ জুটি গড়েছিলেন মেসি।

রিভালদোর মতে, মেসি বার্সা ছাড়লে কাতালান ক্লাবটির সাবেক কোচের সঙ্গেও যোগ দিতে পারেন। পেপ গার্দিওলার সঙ্গে পুর্নমিলনীর সম্ভাবনাটা বেশ লোভনীয়ই।

তথ্যসূত্র: গোল ডট কম