করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক চিকিৎসক অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরী। শনিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. কেএম মুন্তাকিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে মুন্তাজিম চৌধুরীও।

চিকিৎসকদের সংগঠন এফডিএসআর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় ৬০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।