অভিনেতা তাপস সরকার হাসপাতালে

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

অভিনেতা তাপস সরকার হাসপাতালে

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মঞ্চ টেলিভিশন ও যাত্রাপালার গুণী ব্যক্তিত্ব তাপস সরকার শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তার একটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।
চন্দন রেজা বলেন, ‘বাংলাদেশের যাত্রাপালার অন্যতম কাণ্ডারি তাপস সরকার।

লোক নাট্যগোষ্ঠীর দলপ্রধান তিনি। দীর্ঘদিন মঞ্চ টেলিভিশন এবং বেতারের নিয়মিত শিল্পী হিসেবে কাজ করছেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময় যাত্রাপালায় অভিনয়ের জন্য তিনি জেলও খেটেছেন। ক্ষমতাবানদের রোশানলে পরেছেন। কিন্তু সংস্কৃতি চর্চা থেকে বিচ্যুত হননি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রত্যাশা করি। ’