সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ২১, ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি :: সরকারি আশ্রয়ন প্রকল্প-২’র আওতায় সারাদেশের ন্যায় বালাগঞ্জ উপজেলার ৬৫টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এর মধ্যে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ২৩টি, বোয়ালজুড় ইউনিয়নে ২২টি, বালাগঞ্জ সদর ইউনিয়নে ১০টি এবং পূর্ব গৌরীপুর ইউনিয়নে ১০টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ উপহার দেয়া হয়েছে।
রোববার (২০ জুন) সকালে একযোগে আশ্রয়ন প্রকল্প-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারি এ প্রকল্পের আওতায় বালাগঞ্জে স্বপ্ননীড় বিতরণ ও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি