বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনায় সিলেট স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল (ভিডিও)

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনায় সিলেট স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল (ভিডিও)

সিল নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তি কামনা করে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ জুন) বাদ জোহর স্বাস্থবিধি অনুসরণপূর্বক আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিলাদ মাহফিলে অংশ নেন।