রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা

প্রদান রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির ও ২০২০-২১ সালের নব নির্বাচিত কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরীর জালালাবাদ এলাকায় পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ার হোসেনের অফিসে রোটারিয়ান মাহমুদ আলম এর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর ও ১ম মিটিংয়ে বিদায়ী সভাপতি রোটারিয়ান মোঃ আব্দুর রশিদ নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ আলম এবং সেক্রেটারি রোটারিয়ান মোঃ অলি আহমদকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পবিত্র কোরআান তেলায়তের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এতে রোটারি প্রত্যায় পাঠ করেন বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান আলমগীর হোসেন। রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি আর্ত মানবতার সেবায় কাজ করে এরই ধারাবাহিকতায় এই করোনা পরিস্থিতিতে বেকার হওয়া দুই জন নিম্ন আয়ের মানুষ যাতে তাদের সংসার চালাতে পারে বাইক রাইডের মাধ্যমে সেজন্য ২টি মটর সাইকেল প্রদান করা হয়। মিটিংয়ে আরও উপস্থিতি ছিলেন- এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন। ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ক্লাব ট্রেইনার পিপি মোঃ কবিরুল ইসলাম, আইপিপি রোটারিয়ান মোঃ আব্দুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ তোফাজ্জল ইসলাম কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট কৃপেশ দেবনাথ, ট্রেজারার রোটারিয়ান মোঃ দেলোয়ার হোসেন, রোটারিয়ান, চিফ সার্জেন্ট এট আর্মস মোঃ জইন উদ্দিন, সার্জেন্ট এট আর্মস মোঃ জায়েদ আহমদ, ডাইরেক্ট রোটারিয়ান তপু রায়, রোটারিয়ান আব্দুল হান্নান জুয়েল। -বিজ্ঞপ্তি