জগন্নাথপুরে আরো ২জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত: মোট ৯৩: সুস্থ ৬৫

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

জগন্নাথপুরে আরো ২জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত: মোট ৯৩: সুস্থ ৬৫

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরো ২ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৫ জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় শুক্রবার (৩জুলাই) সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় আরও ২ জন ব্যাক্তি পজিটিভ সনাক্ত হয়েছেন। উনাদের মধ্যে একজন সিনিয়র স্টাফ নার্স এবং অন্যজন অফিস স্টাফ হিসেবে জগন্নাথপুর হাসপাতালে কর্মরত আছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৯৩ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন। এরমধ্যে সর্বমোট ৬৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন,১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ও ৫ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২২ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।