সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে তথ্য গোপন করে প্রাইভেট চেম্বারে রোগীর দেখার অভিযোগ উঠেছে পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মাহামুদুর রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ দিকে এ ঘটনার পর পটুয়াখালীর সুশিল সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ডাক্তারের শাস্তি দাবি করেছেন। এ ঘটনার পর নোভা ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মাহামুদুর রহমান তার প্রাইভেট চেম্বার নোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। এ ঘটনা প্রকাশ হলে ডাক্তারের চেম্বারে গিয়ে প্রতিবাদ জানায় প্রতিবেশীরা। কিন্তু ডাক্তার মাহামুদুর রহমানের প্রতিবাদে সারা না দিয়ে রোগী দেখার কাজ চালিয়ে যান।
পরে এ ঘটনা বিভিন্ন মহল থেকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়। পরে একরকম তোপের মুখে পড়ে ডাক্তার মাহামুদুর রহমান চেম্বার ত্যাগ করতে বাধ্য হন।
এ ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার গোলাম হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শিপন।
এ দিকে শনিবার জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ নোভা ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করে।
এ প্রসঙ্গে অভিযুক্ত ডাক্তার মাহামুদুর রহমান বলেন, করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত হয়েছি। এতে দোষের কিছু নয়। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমি নেব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি