কোম্পানীগঞ্জে পুলিশ পাচ্ছে স্থায়ী কোয়ার্টার

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

কোম্পানীগঞ্জে পুলিশ পাচ্ছে স্থায়ী কোয়ার্টার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে প্রায় ৩ একরেরও বেশী জায়গা নিয়ে গড়ে উঠেছে পুলিশের স্থায়ী কোয়ার্টার। শনিবার এই কোয়ার্টারের জায়গা ও পূবের্র নির্মিত ভবন পরিদর্শন করেন সিলেটর পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।

উল্লেখ্য পুলিশের এই জায়গা দীর্ঘদিন পর্যন্ত স্থানীয়দের দখলে ছিল। পরে ২০১৫ সালে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করা হয়। সেখানে ৩টি আধা ভাঙ্গা বিল্ডিং রয়েছে। সেগুলো মেরামত করে কাজে লাগানো চেষ্টা করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের মিডিয়া অফিসার লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন, কোম্পানীগঞ্জের ডিআইও মাসুদুজ্জামান, সেকেন্ড অফিসার খায়রুল বাশার প্রমুখ।

সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, এখানে পুলিশের স্থায়ী কোয়ার্টার বানানো হবে। পুরনো বিল্ডিংয়ের ভাঙ্গা অংশ মেরামত করে এটিকে স্থায়ী একটি পুলিশ কেম্প বানানো হবে। খুব তাড়াতাড়ি সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি।