ভারতকে হারানোর স্বপ্ন স্বাদের

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

ভারতকে হারানোর স্বপ্ন স্বাদের

খেলা ডেস্ক :: বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গত বছর ১৫ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট কেড়ে নিয়েছিল বাংলাদেশ। বরং বলা ভালো জয়ের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হলেও ভারতের বিপক্ষে ম্যাচটিতে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সবাই।

বিশ্বকাপ বাছাইয়ে এখনও চারটি ম্যাচ বাকি জেমি ডের দলের। এরমধ্যে আফগানিস্তান, ভারত এবং ওমানের বিপক্ষে তিনটি ম্যাচই ঘরের মাঠে। কলকাতার সেই ম্যাচকে প্রেরণা হিসেবে নিয়ে ঘরের মাঠে ভারতকে হারানোর আশা সাদ উদ্দিনের, ‘আমার মনে হয় সেই ম্যাচে আমরা দুই দলই খুব ভালো স্কোয়াড নিয়ে নেমেছিলাম। আমাদের বর্তমান যে স্কোয়াড রয়েছে আশা করি যদি আমরা আমাদের ও ফর্ম ধরে রাখতে পারি, তাহলে ভারতের সঙ্গে আমি জয়ের সম্ভাবনা দেখি। ম্যাচটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নিজের মাঠে খেলা হওয়ায় আমরা একটু বাড়তি সুবিধা অবশ্যই পাব।’

৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের বিশ্বকাপ বাছাই শুরু করা বাংলাদেশ ১২ নভেম্বর খেলবে ভারতের বিপক্ষে। ভারতের মাটিতে গত অক্টোবরে সেই ড্রয়ের পর এবার জয়ের আশা করা সাদ উদ্দিন আবারও গোলের আনন্দে দেশবাসীকে ভাসাতে চান, ‘নিজেদের মাঠে খেলা বরাবরই গুরুত্বপূর্ণ, তাছাড়া ভারতের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে বাড়তি উত্তেজনা বহন করে। আমরা অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে জয়ের জন্যই নামব। ব্যক্তিগতভাবে অবশ্যই গত ম্যাচের মতো গোল করে দলকে এগিয়ে দিতে চাই। তিন পয়েন্ট অর্জনই আমাদের লক্ষ্য।’