কানাইঘাটে ২১ জনের করোনা জয়

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

কানাইঘাটে ২১ জনের করোনা জয়

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে উপজেলায় নতুন ১৮জন সহ মোট ২১ জনের পুনরায় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নতুন ১৮ জনের সুস্থতার কথা জানানো হয়।

তারা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. উৎপলেন্দু বিশ্বাস, স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মচারী ছোটদেশ গ্রামের জামাল উদ্দিন (৩৫), তালবাড়ী লক্ষীপুর গ্রামের মাসুক আহমদ (৫৫), আব্দুস সালাম (৬৫), সর্দারমাটি গ্রামের ফরহাদ (১৮), দর্জিমাটি গ্রামের মিজান (১৬), ব্রাহ্মণগ্রামের জাকির আহমদ(২৫), রায়গড় গ্রামের দ্বীপ চৌধুরী (২৫), ডালাইচরের সাখাওয়াত হোসেন (২০), বীরদল পুরানফৌদ গ্রামের অজিত দাস (৩০), কুওরঘড়ি গ্রামের সুলতান আহমদ (২৫), নিজ চাউরা দক্ষিণ গ্রামের মিঠু দাস (২৬), আবুল কালাম (২৮), তিনচটি নয়াগ্রামের জুবায়ের আহমদ (২৪), খালপার গ্রামের আব্দুল খালিক (৬০), ডালাইচর গ্রামের আব্দুল্লাহ (১৮), মামুন রশিদ (২৮), দলকিরাই গ্রামের জুবেল আহমদ (২৪)।

এর আগে উপজেলা ধান কাটা প্রথম ৩ জনের দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল, তারা হলেন লামারতালুক গ্রামের ফারুক আহমদ (৫০), আগফফৌদ নারাইনপুর গ্রামের মাসুক উদ্দিন (৩৭), কাপ্তানপুরের লাল মিয়া (৩৫)। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে উপজেলা মোট ২১ জন সুস্থ হয়ে উঠেছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ