লকডাউনের পঞ্চম দিন: সিলেটে ১২০ মামলা, ১৬৩ যানবাহন আটক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

লকডাউনের পঞ্চম দিন: সিলেটে ১২০ মামলা, ১৬৩ যানবাহন আটক

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সিলেটে পঞ্চম দিনের লকডাউনে সোমবার আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২০টি মামলা ও ১৬৩টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানায়, আজ রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ৩২টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

বিধি নিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৫৫টি, মোটরসাইকেল ৪৮টি, প্রাইভেট কার ১১টি ও অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২০টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৫৯টি, মোটরসাইকেল ৬৯টি, প্রাইভেট কার ৪টি, অন্যান্য ৩১টি সহ মোট ১৬৩ টি যানবাহন আটক করে পুলিশ।

পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৬২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।