প্রবীণ শিক্ষক শামসুল হকের মৃত্যুতে বদরুল ইসলাম শোয়েবের শোক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

প্রবীণ শিক্ষক শামসুল হকের মৃত্যুতে বদরুল ইসলাম শোয়েবের শোক

নিউজ ডেস্ক

প্রবীণ শিক্ষক শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

এক শোক বার্তায় তিনি বলেন, শামসুল হক শিক্ষকতার পুরো সময় গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন এবং সকল মহলে ছিলেন খুবই প্রিয় ও পরিচিত। সদা হাস্যজ্বল এই প্রবীণ শিক্ষক সত্যিকার শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে দেশ-জাতি ও সমাজের কল্যাণে এক নিবেদিত প্রাণ ছিলেন। মানবতা ও মুক্তির শিক্ষা দিয়ে গেছেন সময়ে সময়ে।

তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।