সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলীর আখালিয়া থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে পুলিশ এসে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। এ সময় ছিনতাইকারীদের হেফাজতে থাকা ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ১২টায় আখালিয়াস্থ বিজিবির সীমান্তবর্তী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমারগাঁওস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মচারী মো. ছাইদুল ইসলাম পায়ে হেঁটে নিজ বাসা মদিনা মার্কেট যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। রবিবার দুপুর সাড়ে ১২টায় যখন বাসায় ফিরছিলেন তখন ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইয়ের সাথে জড়িত দুই ছিনতাইকারীকে জনতা আটক করে। আটককৃত ছিনতাইকারীরা হলো টুকের বাজারের পীরপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে ইমন হোসেন (২০) ও গোলাপগঞ্জের খাইস্তগ্রামের আব্দুল করিমের ছেলে শহিদুল বারী (২৬)।
এসময় জালালাবাদ থানা পুলিশের টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি