সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
অনলাইন ডেস্ক :;
করোনা মহামারী মোকাবেলায় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইরান।
যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে বলে এতে অভিযোগ করা হয়।
শনিবার ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লাইয়া জুনায়েদি তেহরানে এ কথা জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে।
তিনি বলেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের আরোপ করা এই নিষেধাজ্ঞা অমানবিক এবং মানবাধিকারের পরিপন্থী। এজন্য করোনাভাইরাস মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি ২ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অবসান ঘটানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলা অনেক কঠিন হয়ে পড়েছে।
এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করার পর ইরানের ৫ প্রদেশের বিভিন্ন শহরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।
এমন পরিস্থিতিতে রোববার থেকে এসব শহরে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে জনসাধারণের জন্য।
ইরানে রোববার পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪০৮ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি