সুনামগঞ্জে ২৮জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

সুনামগঞ্জে ২৮জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

তাহিরপুর প্রতিনিধি:: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন বিশ্ব বাসী অস্থির, দিশেহারা ।স্কুল কলেজ ও সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ২৮ শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ ।

জেলা মিডিয়া সেল সূত্রে জানা যায় : রবিবার ৫ জুলাই, বিকাল ৫ টায় সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা সমাজকল্যাণ পরিষদ তহবিল হতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ জনিত কারণে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ২৮জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা; সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ প্রমুখ ।