আবারও রামোসের গোলে শীর্ষস্থান মজবুত রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

আবারও রামোসের গোলে শীর্ষস্থান মজবুত রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক :;
করোনা বিরতির পর মাঠে ফিলে রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। গত ম্যাচে তার গোলেই লা লিগায় শীর্ষস্থান মজবুত করে দলটি।

নিজেদের মাঠেই গেটাফের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে রামোসের পেনাল্টিতে রক্ষা পায় রিয়াল। জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

রোববারের ম্যাচেও জিদানের শিষ্যদের রুখে দিতে পারত অ্যাটলেটিক বিলবাও। তবে রামোসের সফল স্পটকিক থেকে শেষরক্ষা হয় রিয়ালের।

ম্যাচের ৭৩তম মিনিটে বক্সের মধ্যে মার্সেলোকে ফাউল করেন বিলবাওয়ের ডিফেন্ডার।

রেফারি বাঁশি বাজালে স্পটকিক থেকে বিদ্যুৎ গতির শটে বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন পরাস্ত করেন রামোস।

সেই ১-০ গোলের ব্যবধানেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে লজ ব্লাঙ্কোজরা। ফলাফল শিরোপা নিশ্চিতে বার্সা থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

এ জয়ে মোট ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭৭। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার সংগ্রহ ৭০।

আজ রাতেই (বাংলাদেশ সময় রাত ২টায়) ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। জিতে গেলেও ৩ পয়েন্ট পিছিয়ে থাকবে লিওনেল মেসির দল। তবে আগের কয়েকটি ম্যাচের মতো এবারও হোঁচট খেলে শিরোপা লড়াইয়ে অনেক দুরে ছিটকে যাবে মেসিরা।