সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
সিলেট নগরীর মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার রাত ৯টার দিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরানের সাথে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা পরিচয়ধারী বাবলু ও তার সমর্থকরা এ হামলা ও ভাংচুর চালায়। এসময় আদম শাহ মসজিদ মার্কেটের অফিসসহ বেশ কয়েকটি দোকান কোঠা ভাংচুর করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ও ছাত্রলীগ পরিচয়ধারী বাবলুর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
সর্বশেষ শনিবার (০৪ জুলাই) রাতে কালিবাড়ি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত চালককে তার মালিক হাসপাতালে নিয়ে যান। এসময় অটোরিকশাটি ইমরানের জিম্মায় রাখা হয়। রাতে বাবলুকে সাথে নিয়ে অটোরিকশা মালিক তার গাড়িটি নিতে আসলে ইমরান সেটি দেননি। এ নিয়ে আজ রোববার দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।
এর প্রেক্ষিতে আজ রোববার রাত ৯টার দিকে সদ্য জেল থেকে ছাড়া পাওয়া বাবলু ও তার সহযোগীরা ইমরানের এলাকায় এসে ভাংচুর চালায়। এসময় কালীবাড়ি এলাকাস্থ আদম শাহ মসজিদ মার্কেটের অফিসসহ বেশ কয়েকটি দোকানকোঠা ভাংচুর করে তারা। ঘটনার সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ওসি অকিল উদ্দিন জানান, একেবারে তুচ্ছ বিষয় নিয়ে দুপুরে ইমরান ও বাবলুর পক্ষ থানায় আলাদা দুটি অভিযোগ দায়ের করে। এর জের ধরেই রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে অপর একটি সূত্র জানায়- কালীবাড়ি সড়ক মুখে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ইমরান ও বাবলুর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। ওই বিরোধ থেকেই দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি