এক পাঙ্গাশের দাম ৩৭৮০০ টাকা!

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

এক পাঙ্গাশের দাম ৩৭৮০০ টাকা!

অনলাইন ডেস্ক :;

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ২৮ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়েছে, যার বাজারমূল্য ৩৭ হাজার ৮০০ টাকা।

রোববার রাত ১টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে গুরু হালদার বলেন, কয়েকজন সঙ্গী নিয়ে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এসে জাল ফেলে বসে থাকি। ৩ ঘণ্টা অপেক্ষার পর জালে একটু জোরে ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ হয়তো জালে পড়েছে।

১ ঘণ্টা সময় নিয়ে মাছটি নৌকায় তুলে নিই। এই প্রথম এতবড় মাছ পেয়ে তিনি খুশি হয়েছেন বলে জানান।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সোমবার সকালে দৌলতদিয়া বাজারের নাটো মোল্লার আড়ৎ থেকে মাছটি ১৩৫০ টাকা কেজি দরে কিনেছি। এখন ঢাকার এক শিল্পপতি ১৪০০ টাকা কেজি পর্যন্ত দরদাম করছে।

মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে রাখার জন্য নিয়ে আসা হলে সেটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।