শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজারের নতুন ডিসি মীর নাহিদ আহসান কাজ শুরু করলেন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজারের নতুন ডিসি মীর নাহিদ আহসান কাজ শুরু করলেন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় নতুন যোগদানকারী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে নতুন কর্মস্থলে কাজ শুরু করলেন। সোমবার (৬ জুলাই ) সকালে তিনি পৌর এলাকার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন।

এসময় নবাগত জেলা প্রশাসক বলেন,বাংলাদেশ সরকারের সকল কার্যক্রমকে বেগবান করতে এবং মৌলভীবাজার জেলাকে সুন্দর ভাবে পরিচালনা করতে তিনি সব মহলের সহযোগিতা কামনা করেন।

এসসয় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ