সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
অনলাইন ডেস্ক :;
করোনাভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না ভারত। অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৪২১ জন।
করোনা মহামারীতে নাস্তানাবুদ যুক্তরাষ্ট্রে এ সময় মারা গেছে ২৫১ জন।
করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে এবার তিন নম্বরে উঠে এলো ভারত।
দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৩৯৬ জন। আর রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।
এর ফলে রোববারই রাশিয়াকে টপকে যায় ভারত। এখন দেশটির আগে শুধু রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আমেরিকার জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এই সময়।
খবরে বলা হয়, বর্তমানে বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ২৮ লাখেরও বেশি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত।
দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্ত প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ। এতদিন তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। তবে রোববারের রেকর্ড বৃদ্ধিতে রাশিয়াকে সরিয়ে সেই স্থান দখল করল ভারত।
ভারতে গত দুদিন ধরেই ২৪ হাজার ছুঁয়ে ফেলছিল একদিনে আক্রান্তের সংখ্যা। যার ফলে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে রোববার সেই সংখ্যা পৌঁছে যায় ২৪ হাজার ৮৫০ জনে। যা ২৪ ঘণ্টার আক্রান্তের হিসাবে রেকর্ড।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি