সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের করোনাভাইরাসের সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। প্রতিদিন শত শত মানুষ সংক্রমিত হিসেবে পরীক্ষায় শনাক্ত হচ্ছেন। গতকালই সিলেটে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। এই অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা জানতে নমুনা পরীক্ষা করাতে ভিড় বাড়ছে।
সিলেটে নমুনা সংগ্রহের জন্য সরকারিভাবে নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। সাম্প্রতিক সময়ে এ হাসপাতালে নমুনা প্রদানের জন্য মানুষের আনাগোনা অনেক বেড়েছে। নমুনা সংগ্রহের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বাইরে বিপুল সংখ্যক মানুষ নমুনা প্রদানের জন্য অপেক্ষা করছেন। তাদের বেশির ভাগই জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন।
নগরীর দাড়িয়াপাড়া থেকে নমুনা দিতে আসা ইকবাল উদ্দিন বলেন, ‘তিন দিন ধরে জ্বর, কাশিতে ভুগছি। ওষুধ খেয়েও জ্বর কমছে না। তাই নমুনা পরীক্ষা করাতে এসেছি।’
হাসপাতালের বাইরে অপেক্ষামানরা প্রচণ্ড গরমের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। তারা ধীরগতিতে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
তবে ভেতরে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সৈয়দ নাফি মাহদি বলেন, এখানে যারাই নমুনা দিতে আসছেন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে প্রেরণ করা হচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
তিনি বলেন, এখন প্রতিদিন করোনার উপসর্গে ভোগা মানুষেরা নমুনা দিতে আসছেন। আগে যেখানে ৭০-৮০টি নমুনা সংগ্রহ করা হতো, এখন প্রতিদিন ১৩০ থেকে ১৬০টি নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, সরকার অনুমোদিত যেসব হাসপাতাল বা ক্লিনিক সিলেটে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে, সেগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি