সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক :: সবার অগোচরে এসে সুপার মার্কেটে ঢুকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলেন এক নারী। তারপর সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন।
এর কিছুক্ষণ পর দেখা গেলে সুপার মার্কেটের একটা অংশ দাউ দাউ করে জ্বলছে। এরইমধ্যে দুই সঙ্গীর সঙ্গে ভিড়ে মিশে গেলেন ওই নারী।
আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা যখন উদ্বিগ্ন, তখন ওই নারী হাসছেন। এরপর ভিড়ের মাঝে হারিয়ে যেতে দেখা যায় তাকে।
ঘটনাটি গত ১৭ জুলাইয়ের নাইজেরিয়ার রাজধানী আবুজারের লোকোমোগো নামক এলাকার একটি বিশাল বাজারে। ওই নারীর এই ধ্বংসযজ্ঞের পুরো ঘটনাটি ধরা পড়ে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে।
আগুন লাগার কারণ জানতে সিসিটিভি ফুটেজ উদ্ধারের পর তদন্ত করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। কলো শার্ট এবং জিন্সের প্যান্ট পড়া ওই কৃষ্ণাঙ্গ তরুণী ইচ্ছাকৃত এ কাণ্ডটি করেছেন। ওই নারীকে এখন খুঁজছে পুলিশ।
আগুনে পুড়ে যাওয়া বহু জাতিক ওই শপিং সেন্টারটির নাম এবিয়ানো সুপারমার্কেট। জানা গেছে, ওই নারীর লাইটারের আগুন বাড়তে বাড়তে গোটা মার্কেট ছড়িয়ে পড়ে। টানা এক দিন ধরে জ্বলছিল এবিয়ানো। আবুজা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি শহরের ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এসে আগুন নেভায়।
সিসিটিভি ফুটেজের টুকরো টুকরো দৃশ্যগুলো এক করলে স্পষ্ট বোঝা যায়, ইচ্ছা করেই সুপারমার্কেটে আগুন লাগিয়েছিলেন ওই নারী। এবং আগুনের ভয়াবহতা যেন বেশি হয় তাই এবিয়ানোর দাহ্য পদার্থ বিভাগে গিয়েই অপকর্মটি করেন তিনি। ওই বিভাগে গ্যাস সিলিন্ডারও রাখা ছিল। ফলে আগুন লাগাতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি