সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: গ্যাস সংযোগ চালুর সিদ্ধান্ত গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের দীর্ঘ আন্দোলনের প্রাথমিক বিজয়। অবিলম্বে সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবি জানিয়েছেন।
আজ সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, কৃত্রিম সংকঠের কথা বলে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত ছিলো জনস্বার্থ পরিপন্হী। সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে গ্যাস সংযোগ বন্ধের ফলে একদিকে মানুষের দুর্ভোগ -ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে গনমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সরকার পুনরায় গ্যাস সংযোগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সরকারের গ্যাস সংযোগের নীতিগত সিদ্ধান্তকে দীর্ঘ আন্দোলনের প্রাথমিক বিজয় বলে অভিহিত করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ, দ্রততম সময়ের মধ্যে সকল প্রকার আমলাতান্ত্রিক জঠিলতা পরিহার করে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু করার আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর আহ্বায়ক সাম্যবাদী দলের জেলা সম্পাদক ধীরেন সিংহ, যুগ্ম আহবায়ক বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর ও জাসদ জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, বীর মুক্তিযুদ্ধা এড.মুজিবুর ররহমান চৌধুরী, সিপিবি সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই,ইউ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী,গণতন্ত্রী পার্টি জেলা ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ,বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন,সিপিবি জেলা সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন,গণতন্ত্রী পার্টি মহানগর সভাপতি মাছুম আহমদ,বাসদ জেলা সদস্য জুবায়ারে আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামে সুশান্ত সিনহা সুমন,বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল,যুব ইউনিয়ন সভাপতি খায়রুল হাছান ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, ছাত্র নেতৃবৃন্দের মধ্যে সঞ্জয় দাশ,সনজয় শর্মা,মোঃ নাবিল এইচ,নিজাম উদ্দিন,প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি