সাবেক অর্থমন্ত্রী মুহিত এর রোগমুক্তি কামনায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার মিলাদ ও দোয়া

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

সাবেক অর্থমন্ত্রী মুহিত এর রোগমুক্তি কামনায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার মিলাদ ও দোয়া

ডেস্ক রিপোর্ট :: করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান জননেতা আবুল মাল আবদুল মুহিত এর রোগমুক্তি কামনায় সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জুলাই) শাহজালাল মাজার মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে অর্থমন্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ ও কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ রাজ্জাক হোসেন ও হাজী মিলাদ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির ও সাবেক কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইফতার হোসেন পিয়ার ও এডভোকেট রাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক মনোজ রায় ও এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, সিলেট বিভাগীয় দাবা কমিটির সম্পাদক রাহাত তরফদার, জুমাদিন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।