শান্তিগঞ্জে আইন শৃংখলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

শান্তিগঞ্জে আইন শৃংখলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আইন শৃংখলা কমিটির মাসিক সভা ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অশোক চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন ভুইয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম সহ প্রমূখ।

বক্তারা জুম মিটিংয়ে উপজেলার আইন শৃংখলা, করোনার ভাইরাস সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন।