সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির বেশকিছু নেতাকর্মীর মৃত্যু হয়েছে। শুধু সিলেট বিভাগেই দলটির ১৫ নেতাকর্মী মারা গেছেন সংক্রমণের শিকার হয়ে।
বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে এ তথ্য জানা গেছে।
বিএনপি নেতারা জানান, দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ১৫ জুলাই অবধি দলের নেতাকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর তালিকা হালনাগাদ করা হয়েছে। এ সময়ে সারা দেশে দলের ৭০৯ জন নেতাকর্মী আক্রান্ত হয়ে মারা গেছেন।
তন্মধ্যে সিলেট বিভাগের ১৫ জন নেতাকর্মীও রয়েছেন। সিলেটে মারা যাওয়াদের মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকও রয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, সবমিলিয়ে ১৫ জুলাই পর্যন্ত সারাদেশে বিএনপির ৭০৯ জন নেতাকর্মী মারা গেছেন। এরমধ্যে ১৯ জন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাসহ কয়েকজন জাতীয় নেতা রয়েছেন।
দলটির কেন্দ্রীয় তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিভাগে ২০১ জন, ঢাকা বিভাগে ১৮৬, খুলনা বিভাগে ১৫৪ জন, রংপুর বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, ফরিদপুর বিভাগে (দলটির সাংগঠনিক বিভাগ) ১১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, কুমিল্লা বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ১৫ জন মারা গেছেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, করোনায় মারা যাওয়া দলের নেতাকর্মীদের মধ্যে যারা আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের পরিবারকে দলীয় তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। আর ঈদের সময় তাদের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি